লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওয়েব পোর্টাল তৈরীর লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার জেলা প্রশাসক জনাব এ.কে.এম মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাঃ), জনাব মুহম্মদ নূরে আলম সিদ্দিকী এবং সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), জনাব মোসত্মফা কামাল মজুমদার। প্রধান অতিথি লক্ষ্মীপুর জেলা প্রশাসক জনাব এ.কে.এম মিজানুর রহমান তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার ঘোষিত ‘‘ডিজিটাল বাংলাদেশ’’ বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় তথ্য বাসত্মবায়নের কাজ শুরম্ন করা হয়। জাতীয় তথ্য বাতায়ন থাকবে সকল জেলা, উপজেলা ও ইউনিয়নের সকল সরকারী বেসকারী অফিসের তথ্য সম্বলিত পৃথক পৃথক ওয়েব সাইট। যার মাধ্যমে দেশের জনগণের তথ্যপ্রাপ্তি ও সেবা পাওয়ার অধিকার নিশ্চিত হবে। জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে তৈরি হওয়া এই ওয়েব সাইটগুলো সরকার ও জনগণের মধ্য সেতুবন্ধন রচনা করবে। তিনি বলেন আমি মনেপ্রাণে বিশ্বাস করি তথ্য-প্রযুক্তি জ্ঞানসম্পূন্ন মানব সম্পদ ছাড়া এদেশের উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশের বেকার সমস্যা সমাধান করতে হলে। যুব সমাজকে তথ্য-প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করতে হবে। তথ্য-প্রযুক্তি শিক্ষা সম্প্রসারনের জন্য বাংলাদেশের কম্পিউটার কাউন্সিল কর্তৃক স্থাপিত লক্ষ্মীপুর জেলার ২৭ টি কম্পিউটার ল্যাবকে ব্যবহার করে জেলার শিক্ষিত বেকার যুবক/মহিলা এবং ছাত্র/ছাত্রীদেরকে কম্পিউটার প্রশিক্ষণ প্রদানের উপর বিশেষ গুরুত্বদেন। তিনি আরোও বলেন আমাদের পরিকল্পনা আছে পর্যায়ক্রমে লক্ষ্মীপুরে সকল উপজেলায় প্রতিটি সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ০১টি করে কম্পিউটার প্রদান করা। এই ব্যাপারে সরকারী বেসরকারী প্রতিষ্ঠান এবং দানশীল ব্যাক্তিদের এগিয়ে আসার আহবান জানান। প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য করে বলেন এখন তথ্য-প্রযুক্তির যুগ তাই মনে রাখবেন ‘‘Survival of the Fittest’’ যিনি তথ্য জানেন না তিনি পিছিয়ে পড়বেন। তাই তথ্য-প্রযুক্তি ব্যবহার করে জনগণের দোরগোড়ায় সেবা পৌছে দিতে জেলার সকল সরকারী বেসরকারী অফিসের কর্মকর্তা ও কর্মচারীদেরকে অনুরোধ করেন। তিনি আশা করেন তথ্য-প্রযুক্তির নানামুখী ব্যবহার নিশ্চিত করতে পারলে অচিরেই এদেশ আধুনিক, উন্নত এবং তথ্য-প্রযুক্তি সমৃদ্ধ ‘‘ডিজিটাল বাংলাদেশ’’ হবে। কর্মশালায় প্রধান অতিথি লক্ষ্মীপুর জেলা প্রশাসক এ.কে.এম. মিজানুর রহমান ঘোষণা করেন লক্ষ্মীপুর জেলা ওয়েব পোর্টাল যেসব অফিস সুন্দর ও আর্কষণীয়ভাবে ওয়েবপোর্টাল তৈরি করবে তাঁর মধ্য থেকে তিনটি অফিসকে পুরস্কার প্রদান করা হবে। উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন লক্ষ্মীপুররের জেলা পর্যায়ে সকল সরকারী বেসরকারী অফিসের কর্মকর্তা ও কর্মচারী এবং প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন মাষ্টার ট্রেইনার দ্রেবব্রত দত্ত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস