পোদ্দার বাজার ভাই ভাই শপিংকমপ্লেক্স উদ্ভোধন করা হয়েছে আজ প্রায় ১ মাস অতিবাহিত হলো কিন্তু এখনো ব্যাবসয়িক ভাবে সফলতা লাভ করতে পারছে না ব্যবসায়ীরা,তবে তারা অনেকেই বলছেন হরতাল আর দেশের চলমান প্রেক্ষাপটের কারনেই ব্যাবসা বানিজ্যের লোকসান হচ্ছে। তবে ব্যবসায়ীরা হতাশ হচ্ছে না তারা আশা করছে খুব শ্রীঘ্রই এই মার্কেটটি জমজমাট হবে। আর মানুষের ঐ হাইরাইজ মার্কেটের প্রতি ও একটা আকর্ষন রয়েছে। উল্লেখ্য যে ভাই ভাই শপিং কমপ্লেক্সটি পোদ্দার বাজার এবং অত্র ইউনিয়নের একমাত্র লিফট সম্বলিত হাইরাইজ মার্কেট।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস