Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ইউনিয়ন

এক নজরে ইউনিয়ন:  বশিকপুর ইউনিয়ন লক্ষ্মীপুর জেলার সদর উপজেলাধীন অর্থাৎ লক্ষ্মীপুরের উত্তরাঞ্চলে অবস্থিত। লক্ষ্মীপুর সদর উপজেলার এই উত্তরাঞ্চল মুক্তিযুদ্ধের চারণ ভূমি হিসেবে ও বেশ পরিচিতি রয়েছে। এই ইউিনয়নটি একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন যার আয়তন ১৪ বর্গ কিলোমিটার এবং এই ইউনিয়নের জনসংখ্যা প্রায় ৪৭০০০ হাজার, এই ইউনিয়নে রয়েছে ১০৮ কি.মি. রাস্তা যার অধিকাংশই পাকা।বশিকপুর ইউনিয়নে ১৯ টি গ্রাম এবং এটি ৯ ওয়ার্ডে বিভক্ত।বাড়ীর সংথ্যা ৫৭১ ও খানার সংখ্যা ৮,০৩১। ইউনিয়নের ১৯ টি গ্রামের মধ্যে বশিকপুর গ্রামটি অন্য সব গ্রামের চাইতে বড় বিধায় এর নামকরন করা হয়েছে বশিকপুর ইউনিয়ন।ধারনা করা হচেছ ১৪২০ সালে এই চরন ভূমিটির জন্ম এবং মানুষ চলাচল ও বসবাসের উপযোগী হিসেবে গড়ে উঠা।

 

খ) ইউনিয়নের ভৌগলিক অবস্থানঃ 

          দক্ষিনে মান্দারী ইউনিয়ন, দক্ষিন পশ্চিমে লক্ষীপুর জেলা, পশ্চিমে চাঁদপুর মেঘনা নদী, উত্তরে রামগঞ্জ উপজেলা, উত্তর পূর্ব দিকে চাটখীল উপজেলা পূর্বদিকে নোয়াখালী জেলা। ইউনিয়নের মধ্যখান               পোদ্দার বাজার এর উপরদিয়ে বয়ে যাওয়া বড় খাল। 

 

গ) ইউনিয়নের আয়তনঃ

         ৭নংবশিকপুর ইউনিয়ন এর আয়তন ১৪ বর্গ কিলোমিটার।

ঘ) ইউনিয়নের খানার  সংখ্যা:  ৮,০৩১টি, ( ২০২২ সালের জনশুমারীও গৃহগননা অনুযায়ী) জনসংখ্যা:  ৩৩,৯৮৩জন ( ২০২২ সালের জনশুমারীও গৃহগননা অনুযায়ী), মোট ভোটার: ২৩,৬১০জন

ঙ) রাস্তার আয়তন:  ১০৫ কি.মি.

চ) মোট ভূমির পরিমানঃ  ৩৭০০ একর  আবাদী ভূমির পরিমানঃ২৬৯৩ একর।

ছ) গ্রামের সংখ্যা: ১৯টি

যেমন:

নন্দীগ্রাম, বড় রশিদপুর, পশ্চিম শেরপুর,বালাশপুর,রামনগর,রোকনপুর,শিবরামপুর,ঊষিয়ারকান্দি,বিরাহিমপুর,ফতেধর্মপুর,মদনপুর,আলমপুর

বশিকপুর,দূর্গাদাসপুর,খোদাওয়ান্দপুর,কাশীপুর,আনন্দিপুর,জুনুদপুর,পূর্ব শেরপুর।

ছ) ওয়ার্ড : ৯টি

জ) যোগাযোগ ব্যবস্থাঃ 

        ২৯.০০০ কিলোমিটার পাকা রাস্তা।

        ৭৯.০০০ কিলোমিটার কাঁচা রাস্তা।

 

ঝ) দশর্নীয় স্থানঃ পোদ্দার বাজার ভাই ভাই শপিং কমপ্লেক্স।

 

ঞ) হাট- বাজারঃ

      ১। পোদ্দার বাজার।

      ২। বশিকপুর পাটোয়ারী হাট।

      ৩। ইমামগঞ্জ নাগের হাট।