Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রখ্যাত ব্যক্তিত্ব

লক্ষ্মীপুর জেলার বিরাহিমপুর গ্রামে ১৯২৩ সালের ২৩শে নভেম্বর ড. মুজাফ্ফর আহমদ চৌধুরীর জন্ম। পিতা মৌলবী ওবায়দুল্লাহ ছিলেন বিখ্যাত আলেম এবং বশিকপুর মাদ্রাসার হেড মাওলানা। অধ্যাপক মুজাফ্ফর আহমদ ১৯৩৮ সালে ফরাশগঞ্জ হাইস্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং ১৯৪০ সালে ফেনি কলেজ থেকে আই.এ. পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৩ সালে বি.এ. অনার্স ডিগ্রী এবঙ ১৯৪৪ সালে রাষ্ট্রবিজ্ঞানে এম.এ. ফাইনাল পরীক্ষায় প্রথম শ্রেনীতে প্রথম হন। ১৯৬০ সালে তিনি লন্ডন স্কুল অব ইকনমিকস্ থেকে পি.এইচ.ডি. ডিগ্রী প্রাপ্ত হন। তিনি ১৯৪৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন। তখন ১৭-০১-১৯৭৮ ইং তারিখে মৃত্যু পর্যন্ত দু’বছর বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান এবং ছয়-সাত মাস জাতীয় মন্ত্রীসভার সদস্য হিসেবে চাকুরী কাল বাদে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজেই নিয়োজিত ছিলেন। এর মধ্যে এক বছর দু’মাসের কিছু বেশি সময় (২১-৭২ থেকে ১২-০৪-১৯৯৩) তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের (MAC) স্যার নামে পরিচিত ছিলেন।১৯৫৫ ও ১৯৫৬ সালে তিনি পাকিস্তান গণপরিষদের শাসনতান্ত্রিক উপদেষ্টা এবং ১৯৫৬ সালে জাতিসংঘে পাকিস্তানের প্রতিনিধি হিসেবে নিযুক্ত হন। একই বছরে তিনি সংবিধান তৈরীর কাজেও জড়িত ছিলেন। পাকিস্তানী শাসকচক্রের রোষানলে পড়ে তিনি ১৯৫২ সালে ২৫শে ফেব্রুয়ারী গ্রেফতার হন। প্রায় ১৪ মাস কারাবাসের পর ১৯৫৩ সালের ৫ই মে মুক্তিলাভ করেন। ড. মুজাফ্ফর আহমদ চৌধুরী (MAC) ১৯৭৮ সালের ১৭ই জানুয়ারী পিজি হাসপাতালে হেমাটোমেসিসে (রক্তবমি) আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৬ বছর।